মানবিক জ্ঞানসম্পন্ন নারী রোবট ”সুুফিয়া” এবার বাংলাদেশে - I@Tech

Saturday, December 2, 2017

মানবিক জ্ঞানসম্পন্ন নারী রোবট ”সুুফিয়া” এবার বাংলাদেশে

বাংলাদেশে এসেছে মানবিক জ্ঞান সম্পন্ন হংকং ভিত্তিক কোম্পানীর তৈরী রোবট “সুফিয়া” যা দিবে যেকোন প্রশ্নের উত্তর।

প্রথম বারের মত সৌদি নাগরিকত্ব পাওয়া রােবট ‍সুফিয়া, যা দিবে মানুষের কথার জবাব। আগে যে রোবট গুলো বাজারে এসেছিল সেগুলোর কোনটা সুুফিয়ার মত সাড়া ফেলতে পারেনি।
আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এ থাকবে সোফিয়া, যাকে এবারের ‘চমক’ বলছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসে সোফিয়ার খবর দেন তিনি।
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।









পলক বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই। আমরা এবার ডিজিটাল ওয়ার্ল্ডে পৃথিবীর প্রথম সোস্যাল রোবট ‘সোফিয়া’কে আমন্ত্রণ জানিয়েছি। এই রোবট নির্মাতা হ্যান্সনও আসছেন। তারা ৫ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবেন।” খ্যাতনামা হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে ২০১৫ সালে তৈরি করা হয় রোবট সোফিয়াকে। এই যন্ত্রমানবী প্রশ্ন শুনে তার উত্তরও দিতে পারে। গত অক্টোবরেই রোবটটিকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়।




৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে সোফিয়ার। পরদিন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হবে সোফিয়া। ‘সোফিয়া’ ইংরেজীতে কথা বলে।রোবট নারী ‘সোফিয়া’র ছবি এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়।


বাংলাদেশের প্রতিমন্ত্রী বলছেন, সোফিয়াকে নিয়ে তাদের দুইটি সেশন হবে। তিনি বলছিলেন “প্রথম সেশনে আমাদের পলিসি মেকার যারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা এবং সাংবাদিকদের সাথে তার একটা ইন্টার‍্যাকশন (মিথস্ক্রিয়া) করে দেয়ার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় সেশনে আমাদের যারা তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, উদ্ভাবক এদের সাথে আলাপ হবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন”।


বাংলাদেশের জন্য এটি অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য এটি একটি প্রয়াস।

No comments:

Post a Comment